সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালমনিরহাট যুবতীর আত্মহত্যা 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট যুবতীর আত্মহত্যা 

লালমনিরহাট সদর উপজেলা কুলাঘাট ইউনিয়ন সাকোয়ার বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগম (২৩) বিয়ে হওয়ার ছয় মাস পরে বাবার বাড়িতে এসে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বাবার বাড়িতে এসে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় নিহতের পরিবার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে আফরোজা বেগম সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্বামীর পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ চলে আসছিলো। আফরোজা বেগমের ঘরে ঢুকতে গেলে তাকে গলায় দড়িতে ঝুলে থাকতে দেখে যায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, আমাদের অফিসার ঘটনাস্থলে আছেন এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি খবর পেলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ